ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলার মাদ্রাসা পাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে ৮ দিন আগে নিখোজ হওয়া ৩ কিশোরীর সন্ধান না পাওয়ায় মামলা দায়ের করা হয়। রোববার নিখোজ ছাত্রী জুই মনি (১৪) এর পিতা মো: শাহাজালাল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত অনুমান ৯টা হতে পরদিন সকাল ৯ টার মধ্যে সদর উপজেলার সালন্দর মাদ্রাসা পাড়া গ্রামের হয়রত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা হাফেজিয়া মাদ্রাসার আবাশিক থেকে ছাত্রী মোছা: জুই মনি (১৬), মোছা: আয়েশা সিদ্দিকা (১৩) ও মোছা: তামান্না আকতার (১৫) নিখোজ হয়। মাদ্রাসার সুপার মোবাইল ফোনে জুই মনির বাবাকে নিখোজের বিষয়টি জানালে। জুই সহ অন্যান্য ছাত্রীর পরিবারের মানুষজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাদের কোন সন্ধান পায়নি।
পরদিন মাদ্রাসার শিক্ষক মো: শহিদুল ইসলামও ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরী জমা করেন। উল্লেখিত ছাত্রীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦