মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি।।পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক মো.নুরুজ্জামান ৪৬৮ ধারা অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান বলেন গ্রেফতারী পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডি’র তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল প্রমানিত হওয়ায়, আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত। তবে এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঠাকুরগাঁও জেলার এস আই মো:ইকবাল হোসেন আদালতে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করলে, বাদী নারাজি দেন।পরে বাংলাদেশ পুলিশ ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্ত দেয় আদালত।
আদালতে মামলা সূত্রে জানা যায়,পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে,গভর্নিং বডি অনুমোদন নেয়।মর্মে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম ২০২৩ সালের ২০ মার্চ আদালতে মামলা দায়ের করেন।
মামলার বাদী আনছারুল ইসলাম জানান, অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে,গর্ভনিং বডি অনুমোদন নেয়।ওই অবৈধ কমিটি দিয়ে মাদরাসায় উপাধ্যক্ষ আঃ বাসেদ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আলী,নিরাপত্তা প্রহরী নুর নবী ও আয়া পদে শাহানাজ পারভিনকে নিয়োগ দেন অধ্যক্ষ।
লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা গর্ভনিং বডি সভাপতি মো.রায়হান কবীর বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বোর্ডের প্রজ্ঞাপন জাল করে অধ্যক্ষ গর্ভনিং বডি অনুমোদন নিয়ে যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦