(সুত্রঃ কবি ও ঔপন্যাসিক- শম্পা কোড়াইয়া,
জয়রামবের,রাঙ্গামাটিয়া,কালিগঞ্জ,গাজীপুর-কে প্রীতি পসরায় উৎসর্গীত)
সুদৃঢ় অবস্থানে হৃদয় করেছো জয়-
তুমি সত্যিই বঙ্গ তনয়া বিজয়িনী বিস্ময়,
আমি কামনার বশে আঁকিনী তোমার ছবি-
তবুও আমি তোমার প্রেমে বিদগ্ধ প্রাণ কবি !
কৃত কর্ম সাধনায় বশে তুমি অপরিচিতা-
ভাবি আজো একাকী নিঃসঙ্গে হবে পরিণীতা,
পাবো মন; দেবো ভালোবাসা সঞ্চিত যা-
তুমিই ভালোবাসার অটুট বন্ধন রচয়িতা ।
ভাবিনী ভাবনায় ভালোবাসা আত্মমুল্যায়নে-
বিলায় ভালোবাসা সবে; প্রকৃত প্রেম পায় ক'জনে,
অতৃপ্ত সুখের ধরা করতে সফল সুস্পর্শ লাগে-
তব স্পর্শ পাবে অপরিচিতা ভাবেনী মন আগে!
তুমি কুমারীত্বের বাহুডোরে আবদ্ধ ফুল কলি-
বলো! কেমনে তোমায় এ আত্মার কথা বলি,
আমি চাই পরিচয়-প্রণয় ও সার্থক পরিণয়-
যা হবে জগতে এক দৃষ্টান্ত সুচক বিস্ময় !
প্রলুদ্ধ এ কৃতকায় মন চেতনা হারায় কভুও-
পায় সংজ্ঞা ফিরে নিঃস্ব প্রেমে তোমায় চায় তবুও,
তুমি সত্যিই সার্থক কন্যা ভাবিনী তা প্রেম মিতা-
কালান্তরে থেকো পাশে আমার তৃপ্ত অপরিচিতা.....
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦