মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার এফেক্টিভ পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব সরকার দায়িত্বশীলতার সাথে কার্যকরী পদক্ষেপ নিবে।
শুক্রবার সকালে ঠাকুরগাওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিশ্ববিদ্যালয় গুলোতে শিবিরের বিজয় এবং শিবিরের জনপ্রিয়তার কারণ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এটি একটি গবেষণার বিষয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয় গুলোতে তেমন কোন কাজ করতে পারেনি। তবে জোর দিয়ে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কিংবা বিশ^বিদ্যালয়ের নির্বাচনী ফলাফল জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা।
তারেক রহমানের আগমন কি উপলক্ষে ? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন, তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ গ্রহণ করবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦