।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পঞ্চগড় জেলা পযার্য়ের আন্তঃকলেজ ফুটবল টুনামেন্টে-২০২৫ ফাইনাল খেলায় ভজনপুর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট স্কুল অ্যান্ড কলেজকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ান ও রার্নাস আপ দলকে ট্রফি তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জিপি আবদুল বারী ও জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম বক্তব্য দেন।
"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই"প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্ণামেন্টের আয়োজন করে।
টুর্ণামেন্টে জেলার ১২ টি কলেজ অংশ নেয়। চ্যাম্পিয়ান ও রার্নাস আপ দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦