বিনোদন প্রতিবেদক:বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আপসহীন এই নেত্রীর মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাজনীতির পাশাপাশি দেশের সংস্কৃতি অঙ্গনেও তার প্রয়াণে শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা আবেগঘন বার্তায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, আপসহীন নক্ষত্রের মহাপ্রয়াণ।
শোক ও বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আমিন।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও গুরুতর অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক ধকলের কারণে তিনি ক্রমেই দুর্বল হয়ে পড়েন।
গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন।
দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অটল ভূমিকার জন্য তিনি ইতিহাসে ‘আপসহীন’ নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦