স্টাফ রিপোর্টার:জনপ্রিয় টিভি অভিনেতা আব্দুল্লাহ রানা এবার আসছেন এক ভিন্ন চরিত্র নিয়ে। সম্প্রতি একটি নতুন নাটক, ‘দাদা নাতির বিয়ে’-তে অভিনয় করেছেন এক এমন দাদার চরিত্রে, যিনি বয়সে ৫৭ হলেও আচরণে একেবারে ২৫ বছরের তরুণ!
দাদার চরিত্রে দেখা যাবে এমন এক মানুষকে, যিনি নিজেকে এখনো যুবক ভাবেন, তরুণদের মতো পোশাক পরেন, রাস্তায় স্কুলগামী মেয়েদের সঙ্গে মিশতে চান এবং তাদের পেছনে ঘুরে বেড়ান। তবে গল্পের মোড় নেয় একেবারে অন্য দিকে, যখন এক তরুণী সত্যিই তার প্রেমে পড়ে যায়!
এই ঘটনাই বদলে দেয় নাটকের গতিপথ। নাতি শাহরিয়ার শুভ দাদার এসব আচরণ মেনে নিতে না পেরে বিব্রত হয়ে পড়ে। অনেকবার দাদাকে বুঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কিন্তু নাটকের শেষভাগে জানা যায়, দাদা আসলে সবকিছু করছিলেন নিজের আদরের নাতির জন্য। তিনি যে মেয়ের সঙ্গে প্রেম করছেন, আসলে সেই মেয়েটিকেই নাতির জন্য পছন্দ করেছিলেন। প্রেম করে যাচাই করছিলেন, মেয়েটি তার নাতির উপযুক্ত কিনা!
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সেলি আহসান, পারিসা জান্নাত এবং সিনথিয়া। নাটকটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম, রচনা ও পরিচালনায় রয়েছেন হেলাল উদ্দীন ফারহান।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦