শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের “এন্ট্রিপদ নবম গ্রেড” এর এক দফা দাবিতে পঞ্চগড় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, “একই শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও অনেকে দশম গ্রেডে এন্ট্রি পান। এটা চরম বৈষম্যমূলক উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে তাদের নবম গ্রেডে এন্ট্রিপদ এবং প্রধান শিক্ষক পর্যন্ত চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবি জানান তারা।
ঘন্টাব্যাপি মানববন্ধনে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, আবু তালেব, আফজাল হোসেন, বিষ্ণু প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল ইসলাম অপু, দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦