চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি।দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে অনুষ্ঠানকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দঘন করতে নিরাপত্তা ও শৃঙ্খলাবিষয়ক নানা আলোচনা করা হয়।
সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সাউন্ড সিস্টেমের সঠিক ব্যবহার, বিদ্যুৎ ও আলো-বাতির যথাযথ ব্যবস্থা, শৃঙ্খলা বজায় রাখা এবং মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ওসি নজমূল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের একটি সামাজিক-সাংস্কৃতিক উৎসব। এটি শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে।”
এ সময় পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦