।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিলো মহিলা ও কৃষকদের স্বনির্ভর করে তোলে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। একইভাবে খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছেন তাদের সুযোগ্য পুত্র বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান" বলে মন্তব্য করেছেন পঞ্চগড় দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বোদা উপজেলা বিএনপির উদ্যোগে সাকোয়া ইউনিয়নের নয়াদীঘী বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদের স্বাবলম্বী করতে না পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। ফলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় নারীদের এইচএসসি পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। কৃষকদের জন্য কৃষিক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা চালু করেছিলেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড সহ বেকারত্ব নির্মূলে বেকার ভাতা, কর্মসংস্থান সৃষ্টিতে উন্নত রাষ্ট্রের ভাষা শিক্ষা সহ কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ সহ অর্থনৈতিক স্বনির্ভরতার কর্মপরিকল্পনা করেছেন। যা আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে বাস্তবায়ন করা হবে। তিনি এসময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিয়ে অসাম্প্রদায়িক চেতনায় আগামীর রাষ্ট্র বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন।
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান রিয়েলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ শামীম, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার সাধারণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হকিকুল ইসলামের পরিচালনায় মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦