ফজলার রহমান গাইবান্ধা থেকেঃ- বর্তমান সময়ে প্রবাসী ব্যক্তিরা বিদেশে থাকেন, তাদের নিজের দেশে পৈত্রিক কিংবা ক্রয় সূত্রে জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করা বা দখল করার চেষ্টা করে থাকে একটি মহল। সাধারণত এই দখলের প্রচেষ্টার পেছনে থাকে ভূমিখেকো চক্র, যারা স্থানীয়ভাবে প্রভাবশালী হতে পারে এবং আইন আদালতের তোয়াক্কা না করে এই ধরনের কাজ করে থাকে। এই সমস্যা জন্য প্রবাসীর পরিবারকে অনেক সময়ে হুমকি হেনস্তা এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এমনই ঘটনা ঘটেছে গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাট নামক স্থানে।
২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়,গাইবান্ধার তুলসিঘাট ইউনিয়নের তুলসীঘাট গ্রামের এক প্রবাসীর পৈতৃক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছে একটি চক্র। ভুক্তভোগী পরিবারের লোকজন আইনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার। চরম আতঙ্কে ভুগছেন প্রবাসী এবং পরিবারের সদস্যরা। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তফশীল অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, গাইবান্ধার তুলসীঘাট ইউনিয়নের পীরগাছা মৌজার জে.এল নং ৫০, বি এস খতিয়ান নং ৯২ দাগ নং ১৩০,জমির পরিমাণ ১১ শতাংশ। ভূমিটির বর্তমান ক্রয় সূত্রে মালিক তুলশীঘাট গ্রামের মৃত তছলিম উদ্দিন সরকারের ছেলে মাজেদ সরকার (প্রবাসী)। তিনি বিগত ২০২৩ ইং সালের এপ্রিল মাসে জমির পৈত্রিক ও ক্রয় সূত্রে পাওয়া প্রকৃত মালিক মৃত সরাফুজ্জামানের (সেনা কর্মকর্তা) মেয়ে সুমি,সীমা খাতুনের কাছ থেকে ক্রয় করেন। এরপর থেকে উক্ত জায়গাটি ভোগ দখল করে আসছে।জমিটি ক্রয় করার পর থেকেই স্থানীয় সাইদুর রহমান গং ঈর্ষান্বিত হয়ে দখলের পায়তারা করে আসছেন।এরই ধারাবাহিকতায় প্রবাসী মাজেদ সরকারের স্ত্রীসহ পূর্বের মালিকগণের সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ এবং জীবন মাসের হুমকি প্রদান করে আসছেন সাইদুর রহমান গং।যে কারণে মানসিক টেনশন এবং চিন্তা ভাবনার এক পর্যায়ে অসুস্থ হয়ে প্রবাসী মাজেদ সরকারের স্ত্রী বিগত দুমাস আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবরে প্রবাসী মাজেদ সরকার বিশেষ ছুটিতে দেশে আসে এবং ক্রয়কৃত জায়গাটিতে সীমানা নির্ধারণ করে স্থাপনা নির্মাণ করেন। স্থাপনা নির্মাণের পর থেকেই সাইদুর রহমান গংদের দখলদারিত্বের তৎপর বেড়ে যায়।সকলের অগোচরে রাতের আধারে জমিগুলো দখলের অপচেষ্টা এবং প্রবাসী মাজেদ সরকার কে প্রতিনিয়ত জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সহযোগিতায় বারংবার শালিশি বৈঠক এবং সমঝোতা করার চেষ্টা করার পরেও কোন প্রতিকার মেলেনি প্রবাসী মাজেদ সরকারের।
উক্ত বিষয়ে স্থানীয় হাসান নামের একব্যাক্তি সাংবাদিকদের জানায়, ক্রয় সূত্রে এই জায়গাটির বর্তমান মালিক প্রবাসী মাজেদ সরকার।জায়গার মূল মালিক আমার চাচা সরাফুজ্জামানের মেয়ে সুমি,সীমা খাতুনের কাছ থেকে প্রায় তিন বছর আগে প্রবাসী মাজেদ সরকার ক্রয় করেন এবং ক্রয়কৃত জায়গাটির সীমানা নির্ধারণ করে স্থাপনা নির্মাণ করেন। যা দেখে ঈর্ষানিত্ব হয় সাইদুর রহমান গং। সাইদুর রহমান একজন প্রভাবশালী এবং ভূমিদস্যু বটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় (মহিলা) বাসিন্দা জানান, জমি ক্রয়ের বিষয়টা আমরা অবগত আছি। প্রায় তিন বছর আগে প্রবাসী মাজেদ সরকার সুমি গং দের কাছ থেকে ক্রয় করার পর ভোগদখল করে আসছে। যা দেখে ঈর্ষান্বিত হয়ে সাইদুর রহমান গং বারংবার প্রবাসীর সাথে ঝগড়া বিবাদ করে আসছে।নিজের স্বার্থসিদ্ধির জন্য এরা অন্যের ক্ষতি করতে বা অন্যায়ভাবে কারো জমি দখল করতে দ্বিধা করে না। দলিল না থাকা সত্ত্বেও অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।
জমির মুল মালিক সুমি গং সাংবাদিকদের জানায়,সাইদুর রহমান আমাদের আপন চাচা হলেও একজন স্বার্থপর, লোভী,হিংসা পরায়ণ এবং অতৃপ্ত আকাঙ্ক্ষা প্রকৃতির মানুষ। তিনি দীর্ঘদিন যাবত আমাদের পরিবারের উপর নানাভাবে নির্যাতন করে আসছে। বর্তমানে আমাদের বিক্রয় করা জমি অবৈধভাবে দখল করার জন্য প্রবাসী মাজেদ সরকারের সাথে অন্যায় ভাবে নানা ধরনের হয়রানি এবং হুমকি ধামকি প্রদান করে আসছে।
তার এহেন কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে আমরা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।
বর্তমান ক্রয় কৃত জমির মূল মালিক দুবাই প্রবাসী মাজেদ সরকার সাংবাদিকদের জানান, প্রায় তিন বছর যাবত ক্রয় কৃত জমি ভোগ দখল করিয়া আসার পর প্রায় মাস দুয়েক আগে একটি স্থাপনা স্বরূপ টিন সেট ঘর নির্মাণ করি। এরই এক পর্যায়ে সাইদুর রহমান গং
জমিটি জোরপূর্বক দখলের পায়তারা ও আমাকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে এবং স্থানীয় স্থানীয় এবং বহিরাগত গুন্ডা পান্ডা দ্বারা জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন।মালিকানার কোনো প্রমাণ উপস্থাপন করতে না পেরে নিজেকে মালিক দাবী করছেন।কোনো প্রকার প্রমাণ না থাকা সত্ত্বেও সাইদুর রহমান গং প্রকাশ্যে দাবি করেন যে, জমিটি তার নেতৃত্বে একটি গ্যাং এই কার্যকলাপ করছে।
পরিশেষে তিনি বলেন, আমি একজন প্রবাসী হিসেবে দেশে রেমিটেন্স পাঠাই, দেশে আমার পরিবার ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই।”আমি দেশের প্রধান উপদেষ্টা ,পররাষ্ট্র উপদেষ্টা, গৃহায়ন উপদেষ্টা এবং পুলিশ প্রশাসনের উচ্চতম পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ / জিডি করার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানান প্রবাসী মাজেদ সরকার।
উল্লেখ্য, প্রবাসীরা দেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে, বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে, এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও, তারা বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা, ও নতুন ধারণা দেশে এনে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সাহায্য করে। অতএব প্রবাসীদের দেশে যে কোন বিপদে সকল ধরনের সুযোগ-সুবিধা বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন সচেতন মহল।।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦