ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃদলীয় সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধা জেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক তহিদুল আমিন মন্ডল সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ১৭ই ডিসেম্বর বুধবার রাতে দলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হলো। বিশেষ করে, কেন্দ্রের কঠোর অবস্থানের কারণে দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকা নেতাদের ফিরে আসা দলের জন্য ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা যুবদলের দায়িত্বশীলরা।
গত বছরের ৬ মে দলের শৃঙ্খলাভঙ্গ,দলীয় সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ডের অভিযোগে তহিদুল আমিন মন্ডল কে সাময়িক বহিষ্কার করে যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহছান উল্লাহ ও মো.তহিদুল আমিন মন্ডল সুমন-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.আহছান উল্লাহ ও গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো.তহিদুল আমিন মন্ডল সুমনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হলো।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক
মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে তহিদুল আমিন মন্ডল সুমন সাংবাদিকদের জানায়, মহান আল্লাহ তায়ালা যেন আগামীর দিনগুলোতে আমাকে সংগঠনের দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করার তৌফিক দান করেন এবং সাংগঠনিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা দান করেন।কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক তাইফুল রহমান ফুয়াদ,জেলা বিএনপির সভাপতি ৩১গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,গাইবান্ধা জেলা যুবদলের সম্মানিত সভাপতি রাগিব হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো,সহ আমার শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকতা ও সহযোগিতা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
উল্লেখ্য যে,তহিদুল আমিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী সংলগ্ন মধ্যরামচন্দ্রপুর গ্রামের রুহুল আমিন মন্ডল সাজু মাষ্টারের ছেলে এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦