পঞ্চগড়ে মানববন্ধন শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৩০ আগষ্ট শনিবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় - ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন 'অধিকার' এ মানববন্ধনের আয়োজন করে।
গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের সম্মুখীন কর, গুমের সাথে ভিকটিম পরিবারের পূর্নবাসন কর, গুমের ভিকটিমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর, বাংলাদেশ থেকে গুম চিরতরে নির্মুল কর শ্লোগান সম্বিলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাড়ান গুম হওয়া স্বজনরা।
মানববন্ধনে বক্তব্য দেন অধিকার পঞ্চগড় এর সমন্বয়কারী পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম সফিক, পঞ্চগড় পরিবেশ আন্দোলন (বাপা) সাধারন সম্পাদক আজারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, ময়দানদীঘি ডিগ্রী কলেজের প্রভাষক সমাজকর্মী শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক।
সময় বক্তারা জানান, বিগত সরকারের সময়ে সারা দেশে শত শত মানুষকে গুম করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। এখনো অনেক বাবা মা তার সন্তানের অপেক্ষার প্রহর গুণছেন। তাই দ্রুত প্রত্যেক গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করাসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।
বক্তারা বলেন,গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ অন্তবর্তীকালীন সরকার খসড়া অনুমোদন করেছে। শুধু আইন করলেই চলবে না। আইনের প্রয়োগ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। গুম কমিশনকে শক্তিশালী করতে হবে। মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে গুম চিরতরে নির্মূল হবে বলে দাবি করেন।
মানববন্ধন শেষে তারা একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ক্যাম্প এলাকার মিডিয়া হাউজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পঞ্চগড়ের রাজনগর এলাকার গুম হওয়া ইমাম হোসেন বাদলের মা মিনারা বেগম সরকারের কাছে তার ছেলের সন্ধান চান। তিনি সরকারের কাছে অনুরোধ জানান, ছেলেকে খুজতে খুজতে তার বাবাও মারা গেছেন।তিনি বলেন, যদি তার ছেলে মারা যায় তাহলে তার হাড় হাড্ডিগুলো হলেও যেন পান।
বিগত সরকারের পতরের সময় ৫ আগষ্টে আলামিন নামে আরেক যুবক গুম হন। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। তার বাবা মনু মিয়া বলেন, ছেলের অপেক্ষায় আজও বসে আছি।
মানববন্ধনে পঞ্চগড়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦