নিজস্ব প্রতিবেদক।। ২০২৪ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একুশে পদক পেয়েছেন ১৮ কবি-ছড়াকার, সাংবাদিক, নাট্যব্যক্তিত্ব,গবেষক, শিক্ষবিদ, চিকিৎসকসহ সমাজের বিশিষ্টজন। আগামী ২৩ ফেব্রুয়ারি সিআরবি শিরীষতলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত একুশের বইমেলা মঞ্চে এসব গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেবেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চসিক একুশে পদক -২০২৪ এর জন্য মনোনীতরা হলেন-
মো. নাছির উদ্দিন (শিল্প উন্নয়ন ও সমাজসেবায়), রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়সী রায়, (সংস্কৃতিতে), শহীদ সাইফুদ্দিন খালেদ (মুক্তিযুদ্ধ-স্বাধীনতা আন্দোলনে), আসহাব উদ্দিন আহমদ (ভাষা আন্দোলনে), প্রফেসর প্রদীপ চক্রবর্তী-শিক্ষায় (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান), সম্পাদক রুশো মাহমুদ (সংবাদ পত্র শিল্পের বিকাশ ও মনোন্নয়নে), প্রফেসর ডা. মুহাম্মদ গোফরানুল হক (চিকিৎসায়), জসীম চৌধুরী সবুজ (সাংবাদিকতায়), শিশির দত্ত (নাটকে), শৈবাল চৌধুরী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ ও গবেষণা), ফজিলাতুল কদর (নারী জাগরণ ও নারী নেতৃত্বে), জাকির হোসেন লুলু (ক্রীড়ায়), শামসুল আরেফীন (লোকসাহিত্য গবেষণা ) ও ড. শামসুদ্দিন শিশির (প্রবন্ধ ), কবি আবসার হাবীব ও কবি ভাগ্যধন বড়ুয়া (কবিতায়), অরুণ শীল ও শিবুকান্তি দাশ (শিশুসাহিত্যে)।