
ঝালকাঠি প্রতিনিধিঃ- মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবার নিয়ে ফেসবুকে কটুক্তি এবং আপত্তিকর মন্তব্য করায় হিন্দু যুবকের নামে সদর থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মো. দ্বীন ইসলাম (২৮) নামে মুসলিম কমিউনিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এতে বিশ্বনাথ দাস ওরফে অভিজিৎ দাস (২২)কে আসামী করা হয়েছে। সে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি গ্রামের রতন দাসের পুত্র। তারা স্বপরিবারে বিকনা এলাকায় বসবাস করছে। অভিজিৎ দাস ঝালকাঠি সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে।
মামলার বিবরণে জানাগেছে, ইচ্ছাকৃতভাবে এলাকায় অস্থিরতা- দাঙ্গা সৃষ্টির অভিপ্রায় জ্ঞাতসারে মুসলিম ধর্মীয় মূৃল্যবোধ অনুভূতিতে আঘাত করে ফেসবুকে
(https://www.facebook.com/share/1AzJuU3QnU/) উস্কানীমূলক পোস্ট ও কমেন্ট করে পুনরায় দাম্ভিকতার সাথে তা প্রচার করে।
ফেসবুক পোস্টে ও কমেন্টে সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবার নিয়ে ফেসবুকে কটুক্তি এবং আপত্তিকর মন্তব্য করে। এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদি জনতা ও মুসলিম ছাত্র-জনতা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। জাগ্রত মুসলিম জনতার পক্ষে মুসলিম কমিউনিটি নামে একটি সংগঠন সৃষ্টি করে। সবার মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ২৮অক্টোবর বিকেলে সদর থানার ওসি মনিরুজ্জামান মামলা হিসেবে রেকর্ড করেন। এসআই হাসিবুল হাসান তুষারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দায়িত্ব প্রদান করেন ওসি (তদন্ত) বেলায়েত হোসেন।
এসআই হাসিবুল হাসান তুষার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মুসলিম ধর্মীয় মূৃল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উস্কানীমূলক পোস্ট ও কমেন্ট করে পুনরায় দাম্ভিকতার সাথে তা প্রচার করে অভিজিত দাস ওরফে বিশ্বজিত দাস। এঘটনায় মামলা দায়ের হলে আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।