আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিশ্ব শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে আর্থিক সহায়তা স্বরুপ উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) আর্থিক সহযোগিতায় রোববার দুপুরে সংস্থাটির ঠাকুরগাঁওয়ের প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি চেক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন, আজ যেসব শিক্ষার্থীরা বৃত্তি গ্রহণের এ সুবিধা গ্রহণ করছে, তারাও প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেকে এক জন করে মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিলে তবেই এ ধরনের অনুষ্ঠানের স্বার্থকতা। এছাড়াও এ প্রথা অনুকরনীয় হলে কোন মেধাবী শিক্ষার্থী ঝরে পরবে না এবং কোন না কোন ভাবে তা দেশের সার্বিক উন্নয়নে জাতীয় পর্যায়েই ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উচ্চবৃত্তি প্রদান এ অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ৯৬ হাজার টাকা দেয়া হয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦