ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ভুট্টা ও ধানের বস্তা চুরি ঠেকাতে গিয়ে নিজ চাতালেই রহস্যজনকভাবে মারা গেছেন এক প্রবীণ ব্যবসায়ী। শুক্রবার ভোরে মথুরাপুর মাস্টারপাড়ার কাদের চাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম খায়রুল ইসলাম (৭২)। তিনি ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। ভাড়া নেওয়া চাতালে তিনি ভুট্টা ও ধানের ব্যবসা করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি খায়রুল ইসলামের চাতাল থেকে নিয়মিতভাবে ভুট্টা ও ধানের বস্তা চুরি হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই রাতে চাতালে থেকে পাহারা দিতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি প্রতিদিনের মতো চাতালে যান। পরে শুক্রবার ভোর ৩টার দিকে চাতালের নাইটগার্ড তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।
রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, খায়রুল ইসলাম সাবেক সুগার মিলের কর্মচারী ছিলেন। অবসর নেওয়ার পর তিনি সিজনভিত্তিক ধান, গম ও ভুট্টার ব্যবসা করতেন। তিনি ডায়াবেটিস, হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে। পরিবারের ধারণা, রাতের কোনো এক সময় স্ট্রোক বা রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে তিনি মারা যেতে পারেন।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই।”
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦