ঠাকুরগাঁও প্রতিনিধি ।। ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৩) ও আয়েশা আক্তার (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা আয়েশা আক্তার হলেন ওই গ্রামের আহসানের মেয়ে এবং জান্নাতুন জাহিদ হাসানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।
জানা যায়, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলছিল আয়েশা ও জান্নাতুন। একপর্যায়ে তারা বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরের ধারে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে স্থানীয়রা ওই পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
এসময় গ্রামবাসী ও স্বজনরা দ্রæত পুকুর থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ওসি সরোয়ারে আলম খান আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦