ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া টাঙ্গন নদী এখন কয়েক হাজার মানুষের জন্য এক বিশাল দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের দার্জিলিং রোডের রিভারভিউ স্কুল সংলগ্ন জমিদার পাড়া থেকে মরিচাখারী যাওয়ার একমাত্র ভরসা এখন জরাজীর্ণ একটি বাঁশের সাঁকো। বছরের পর বছর আশ্বাস মিললেও এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মিত না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মরিচাখারী, ঘাটপাড়া, বিহারী পাড়া, হাজীপাড়া ও চাপাতি মোড় এলাকার প্রায় দুই হাজারেরও বেশি মানুষ প্রতিদিন এই নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে কোমলমতি স্কুলগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।বর্ষা মৌসুমে যখন নদীর পানি বেড়ে যায়, তখন এই সাঁকোটিও অকেজো হয়ে পড়ে। তখন নৌকাই হয় একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, নদী পার হতে জনপ্রতি ১০ টাকা এবং সাইকেল বা মোটরসাইকেল পারাপারে ২০ টাকা করে গুনতে হয়। নিম্নবিত্ত মানুষের জন্য এই খরচ নিত্যদিনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় পথচারী মনছুর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহরের দার্জিলিং রোডে বিশাল বাজেটে দৃষ্টিনন্দন রাস্তার কাজ হচ্ছে, অথচ আমাদের এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলে একটি ব্রিজের জন্য বারবার অনুরোধ করলেও কোনো সমাধান হচ্ছে না।"আরেক পথচারী লাবু জানান, বর্ষাকালে নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়লে শিক্ষার্থীদের নিয়ে প্রায় ৩ কিলোমিটার পথ ঘুরে সেনুয়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়। এতে সময় এবং শ্রম দুটিই অপচয় হয়। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় বা স্থানীয় নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেই প্রতিশ্রুতি আর আলোর মুখ দেখে না।এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, ওই এলাকার মানুষের ব্রিজের দাবিটি দীর্ঘদিনের এবং অত্যন্ত যৌক্তিক। তিনি বলেন, "আমরা ইতিবাচকভাবে বিষয়টি নিয়ে চাহিদা (ডিমান্ড) পাঠিয়েছি। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে অনতিবিলম্বে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হবে।"ঠাকুরগাঁওয়ের এই অবহেলিত জনপদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে টাঙ্গন নদীর এই পয়েন্টে একটি আধুনিক ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
মজিদ
ঠাকুরগাঁও
০১৭৭৩০৮২৬৪২
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦