শাহিন আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি :।। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের আয়োজনে আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল স্তরের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়ন শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ হরি মন্দির কমিটির সভাপতি জনাব ধীরেন্দ্রনাথ রায়। সভাপতির বক্তব্যে তিনি মন্দিরের সার্বিক উন্নয়ন ও সহযোগিতার বিষয়গুলো তুলে ধরে সহায়তার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সাল আমিন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ কোনো একটি জাতি বা ধর্মের নয়, সবার। ধর্মের বিভেদ সৃষ্টি করে কেউ যদি ক্ষমতায় আসতে চায়, বাংলার মানুষ তা কখনো সফল হতে দেবে না।”
তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। বিএনপি অতীতেও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও ক্ষমতায় গেলে একই ধারাবাহিকতায় সব ধর্মাবলম্বী মানুষকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়বে।
প্রতিবেদক : শাহিন আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি
📞 ০১৭১৭৮৬৪২০২
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦