বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃআজ (শনিবার) সকাল ১০ থেকে এই ইত্তেহাদুল উম্মাহ ঠাকুরগাঁও-এর উদ্যোগে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সীরাতুন্নবী (সা.) কনফারেন্স, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শকে কেন্দ্র করে প্রাঞ্জল আলোচনা, গবেষণাভিত্তিক বক্তব্য এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর এক মনোমুগ্ধকর কনফারেন্স অনুষ্ঠিত হয়। যা দুপুর ১ টা পর্যন্ত চলবে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, বিশিষ্ট লেখক ও সীরাত গবেষক, ঢাকা এবং ডা. শামসুল আরেফিন শক্তি, লেখক, গবেষক ও দাঈ, ঢাকা।
ডা. শামসুল আরেফিন শক্তি, বলেন আলেম আর স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে দীর্ঘ দিন।আমার এটা থেকে বের হতে চাই।
মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন
তিনি তার বক্তব্যে রাসূল (সা.)-এর নৈতিকতা, উদারতা ও সাহাবায়ে কেরামের সঙ্গে তাঁর আচরণ বিশ্লেষণ করে বলেন,
সীরাতুন্নবী হচ্ছে মুসলমানদের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্রে এমন কোনো দিক নেই, যা আজকের সমাজকে আলোকিত করতে পারে না। তাঁকে জানলেই আমরা জানবো, কীভাবে মানুষ হওয়া যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেণ্য আলেমে দ্বীন ও বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর), বীরগঞ্জ, দিনাজপুর।
বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে রাসূল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সীরাতুন্নবী (সা.)-এর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধের বাস্তবায়নই হতে পারে আমাদের মুক্তির উপায়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে কনফারেন্সটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। উপস্থিত সকলেই অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦