পাবনা জেলা প্রতিনিধি।। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এ পাবনা জেলার একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে অসীম সাহসিকতায় "কবি সুফিয়া কামাল হল ছাত্র সংসদ নির্বাচন ২০২৫"এ স্বতন্ত্র প্যানেল থেকে পাঠ কক্ষ সম্পাদক পদে ব্যালট নং ৫ এ নির্বাচনে অবতীর্ণ হন। ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী 'জেরিন তাসনীম মুনীম' এর প্রাপ্ত ভোট ৬৬৪।
রোজা রওনক তার অমায়িক ব্যবহার ও বাকপটুতা দ্বারা সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় থেকেই।
রোজা রওনক পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল থেকে ২০১৮ সালে এসএসসি ও ২০২০ সালে উত্তর বঙ্গের প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০- ২০২১ শিক্ষাবর্ষে
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে অনার্সে ভর্তি হয়ে পিতা-মাতা সহ পাবনাবাসীদের মুখ উজ্জল করে।
বর্তমানে ডিপার্টমেন্টে মেধা তালিকায় রেকর্ড মার্কস নিয়ে অনার্স ৪র্থ বর্ষে অধ্যায়নরত।
পিতা খ এনামুল কবির তারেক ও মাতা তাসমিনা শম্পার তিন সন্তানের ( দুই মেয়ে ও এক ছেলে) মধ্যে জেষ্ঠ সন্তান রোজা রওনক।
রোজা রওনক এর জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোওয়া চেয়েছেন তার গর্ভধারিণী মা পাবনা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী তাসমিনা শম্পা।
তিনি সকলের কাছে দোওয়া চেয়েছেন ভবিষ্যতে তার সন্তানেরা প্রকৃত ও আদর্শিক মানবিক মানুষ হয়ে দেশ জাতি মাটি মানুষের সেবা করতে পারে।
এছাড়াও রোজা রওনক এর ডাকসু নির্বাচন ২০২৫ এ সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট কবি-কলামিস্ট, গীতিকার-সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ(সভাপতি, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা, পাবনা)।
আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা ও দায়রা আদালতের আইনজীবী এডভোকেট মোঃ আবুল বাশার রানা।
দৈনিক ঝড় পরিবারের পক্ষ থেকে রোজা রওনক এর জন্য রইলো প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলো হোক রোজা রওনক এর জন্য শুভ্র ও নির্মল।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦