আমির হোসেন, ঝালকাঠি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের বিভিন্ন দোকানদারসহ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণকালে রাজাপুর উপজেলা বিএনপির সদস্য ও গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুয়াল হাসান চাঁন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক মোল্লা, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, গালুয়া ইউনিয়নের কৃষকদলের সভাপতি কাজী হেমায়েত, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, গালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইমাম হোসেন সেন্টু, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার সিকদারসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানান। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যারিস্টার মঈন ফিরোজীর সাথে কুশল বিনিময় করেন এবং তার উদ্যোগকে সাধুবাদ জানান।
ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, "বাংলাদেশে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের অধিকার সুরক্ষা, আইন-শৃঙ্খলার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই হচ্ছে সময়ের প্রধান চ্যালেঞ্জ। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির জন্য দিকনির্দেশনা, যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার রয়েছে।"
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦