রেজাউল করিম (রাজা),নিজস্ব প্রতিবেদক :ঠাকুরগাঁওয়ের উপজেলা রানীশংকৈল নেকমরদ এলাকা থেকে, বৃহস্পতিবার - ২১ আগষ্ট ২০২৫ ইং (৩০১২০) "তিন হাজার একশত বিশ পিছ ইয়বাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল"।
বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র আশরাফুল ইসলাম(৩৬) কিসমত পলাশবাড়ি কবির হোসেনের পুত্র নুরজামাল (২৮) একই গ্রামের মতিউর রহমানের পুত্র রাজিব রানা (২২) দক্ষিণপাড়–য়া গ্রামের দবিরুল হকের পুত্র মোতালেব হক (২২) কে মাদকসহ হাতেনাত গ্রেফতার করেছে।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মদক নিয়ে আসছিল।
রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে, এব্যাপারে রানীশংকৈল থানায় মামলার প্রস্তুতি চলমান চলছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦