স্নানের পরে আয়না দেখো
চিরন দিও চুলে-
একটু আদর জমিয়ে রেখো
খোঁপার ফুলে ফুলে।
আদর রেখো কাজল চোখে
দেখবো প্রতিদিনী-
দিন-যাপনের গল্প আমার
তোমার কাছে ঋণী।
লাল টিপেতে দারুণ তুমি
আঁচল রেখো বুকে-
যত্ন করে পরবে শাড়ি
মিষ্টি হাসি মুখে।
যত দুরেই রই না কেন
তোমার হয়ে আছি-
স্মৃতি হয়ে বাঁচবো আমি
তোমার কাছা-কাছি।
তুমি আমার নয়ন মনি
তুমি চাঁদের আলো-
তুমি ছারা এই বিহনে
জীবন আমার কালো।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦