।।শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
“শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “ শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেতুলিয়া ইউনিয়নের আজিজনগর গ্রামে বুধবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে বাল্যবিবাহ, মাদক, স্বাস্থ্য- শিক্ষা- স্যানিটেশন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্ম নিবন্ধন, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পরিবেশ সুরক্ষা , শিশুর বিকাশজনিত সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতা,জাতীয় র্নিবাচন সহ বিভন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল ও ইউপি সদস্য মোছা. ইসমত আরা,। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো: রোস্তম আলী সরকার।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦