মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার দিনাজপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র , প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার দিনাজপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কাঞ্চন–১ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “নিরাপদ ও দক্ষতাভিত্তিক অভিবাসন নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি—তাদের সম্মান, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, “অভিবাসীদের নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে। বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি।”
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, “দক্ষতা উন্নয়ন ছাড়া বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতা করা কঠিন। তাই তরুণদের দক্ষতা অর্জনে উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রকিবুল হাসান বলেন, “সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষতা অর্জন করলে বিদেশে ভালো আয় ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ বাড়ে।”
প্রবাসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার আনোয়ার কামাল বলেন, “রেমিট্যান্স প্রেরণকারীদের সুবিধা বাড়াতে ব্যাংক বিভিন্ন সেবা চালু করেছে। প্রবাসীদের অর্থ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন এলাকার প্রবাসী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন—ওমান প্রবাসী সাজ্জাদ হোসেন, ব্রুনাই প্রবাসী মোঃ সাইমুন ইসলাম, নিউইয়র্ক প্রবাসী ফারজানা আফরিন এবং আমেরিকা প্রবাসী দেলোয়ারা বেগম।
সর্বশেষে বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে দিনব্যাপী চাকুরী বিষয়ক একটি মেলা অনুষ্ঠিত হয়।এ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান , এই চাকুরী মেলায় প্রায় ৪০ থেকে ৫০ জন চাকুরী প্রত্যাশির চাকুরী হয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦