চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা, চুরি করার বিভিন্ন সরঞ্জাম, ঘুমের ওষুধসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম কাহারোল থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়। গত ১৭ আগস্ট সন্ধ্যার পর থেকে রাতভর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কাহারোলসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো— পঞ্চগড় সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোঃ আব্দুল জব্বার (৪৮), কমলাপাড়ার মোঃ আক্তারুজ্জামান (৪০), মোকন্দপুরের মোঃ আইয়ুব আলী (৫০), মোহাম্মদপুরের মোঃ তরিকুল ইসলাম (৫২), দিনাজপুরের কাহারোল উপজেলার ছাতইল গ্রামের শ্রী ফুলেন চন্দ্র রায় (৫৬) এবং আটোয়ারীর বলরামপুর গ্রামের মোঃ মাসুদ রানা (৪০)।
পুলিশ জানায়, এই চক্রটি গভীর রাতে বসতবাড়ির টিউবওয়েল ও পানির ট্যাংকে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলত। এরপর তারা গ্রীল কেটে কিংবা অন্যভাবে ঘরে প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরি করত।
অভিযানে রেঞ্জ, প্লাস, ছোড়া, হাতুড়ি, হ্যাসকোব্লেড, তালা কাটার হাতল, ১০০ পিস ঘুমের ওষুধ, গুড়া ওষুধ, কাসার বাসনপত্র, ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃত আব্দুল জব্বারের নামে বিভিন্ন থানায় ১৪টি চুরির মামলা রয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা চলমান আছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦