পঞ্চগড় প্রতিনিধি।।পঞ্চগড়ে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এই দেশ থেকে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট ছিলো তাদের ছাত্র জনতা যখন রাস্তায় আন্দোলন করেছে তখন কোন ধর্ম ছিলো না। ওই খানে সব ধর্মের মানুষেই আন্দোলন করেছে। আপনি দেখেন দেবী দূর্গা অশুরকে বদ করে সমাজে প্রত্যেকটা রন্ধে রন্ধে যত অশুর আছে তা বদ করেছে।
তিনি অষ্টমী পূজার রাতে পঞ্চগড় কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি বলেন, অতীতে ফেসবুকে একটা লাইভ বা পোস্ট করার কারনে ধরে নিয়ে গেছে। সাংবাদিকরা অনেক লেখনির মাধ্যমে অনেক ভুল ত্রুটিগুলো আমাদের ধরিয়ে দিয়েছেন। অথচ তাদের এই লেখনির কারনেও তাদের ধরে নিয়ে গেছে। বিচার হিনতার একটি সংস্কৃতি তৈরী হয়েছে। এই সব গুলো বিনাশ করেছে দেবী দূর্গা। এই জিনিস গুলো আমাদের মনে রাখতে হবে। প্রত্যেক ধর্মই কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।
এসময় পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এর আগে, ডিআইজি আমিনুল ইসলাম দেবীগঞ্জ জগবন্ধু ঠাকুরবাড়ি দূর্গা মন্দির ও বোদা উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির পরিদর্শন করেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦