মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:তেঁতুলিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, অভিযুক্ত গ্রেপ্তার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল শনিবার রাতে ওই ভুক্তভোগী মাদরাসার ছাত্রীর নানি বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করার পর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছোট থেকেই নানির বাড়িতে বসবাস করে। গত ১৭ জানুয়ারি সকালে ওই মাদরাসার ছাত্রী তার নানির বাড়ির পাশে অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজ থেকে মাংস আনতে গেলে জামাল উদ্দিন বাড়িতে লোকজন না থাকায় তাকে কুপ্রস্তাব দেন। এতে ভুক্তভোগী অস্বীকৃতি জানালে জামাল ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে একাধিকবার ধর্ষণ করেন। এর পর ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই মাদরাসাছাত্রী অন্তঃস্বত্বা হয়ে পড়ে।
মামলায় আরও উল্লেখ করা হয়, আসামি জামাল উদ্দিন ঘটনার দায় স্বীকার করলেও পরে তিনি তার স্ত্রী ও ভাইসহ আসামিদের সহযোগিতায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গত ১৪ জুন সকালে ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আসামিরা। পরে তাকে উদ্ধার করে তার পরিবার।
এজাহারে জামাল উদ্দিন ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে জামাল উদ্দিনের ভাই ও স্ত্রী রয়েছেন।
এদিকে মামলার বাদী ও ওই ছাত্রীর নানি জানান, ভুক্তভোগী আমার ননদের নাতনি। ছোটবেলা থেকে আমার ননদের কাছে বড় হয়েছে। কয়েক মাস আগে তার নানি মারা গেলে নাতনির দায়িত্ব আমি ও আমার পরিবার নিই। অভিযুক্ত জামাল প্রথম দিকে ঘটনার সত্যতা স্বীকার করলেও পরবর্তীতে তালবাহানা করে। তাই বিচার না পেয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦