ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ৫ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের চরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল আজিজ (৪৫)। তিনি ওই গ্রামের আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের জমিতে ধানের খেত দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাঠেই পড়ে যান।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আব্দুল আজিজ পরিশ্রমী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃ/ত্যুতে দীঘলকান্দী গ্রামবাসী এক গুণী মানুষকে হারাল।
সাঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦