নরসিংদী প্রতিনিধি:নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরোয়া মৌজার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আদালতের স্থিতি অবস্থার (Status Quo) আদেশ অমান্য করে জোরপূর্বক স্থায়ী পিলার স্থাপন ও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, মোকদ্দমা নং ১০২/২০১৬–এর বাদী হাসনা বেগম বনাম বাদশাহ ফয়সাল গং মামলাটি বর্তমানে নরসিংদী সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন।
বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মুনিয়া জাহিদ নিশা ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মামলাটিতে স্থিতি অবস্থার (নিষেধাজ্ঞা) আদেশ জারি করেন, যা পরবর্তীতে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আদালতের আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—
«“দেশে স্থায়ী প্রতিবেদন না আসা পর্যন্ত উক্ত সম্পত্তিতে কোনো ধরনের পরিবর্তন, নির্মাণ বা দখল কার্যক্রম পরিচালনা করা যাবে না।”»
কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের আদেশ অমান্য করে বাদশাহ ফয়সাল গং দলবল নিয়ে উক্ত দেড় শতাংশ জমিতে জোরপূর্বক পিলার স্থাপন ও ইমারত নির্মাণ করছেন।
বাদীপক্ষের দাবি, উক্ত জমি হাসনা বেগম বৈধভাবে নান্নু মিয়া-র কাছে বিক্রি করেছেন এবং প্রকৃত মালিকানা এখন তাঁর। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ অবৈধভাবে দখল ও নির্মাণ চালিয়ে যাচ্ছে।
নান্নু মিয়া বলেন,
«“আমার ক্রয়কৃত সম্পত্তির ভেতর দিয়ে তারা রাস্তা তৈরি করেছে। আদালতের স্থিতি আদেশ অমান্য করে এখন ভবন তুলছে। এতে আর্থিক ক্ষতি ছাড়াও আমি প্রাণনাশের হুমকি পাচ্ছি।”»
অন্যদিকে বাদশাহ ফয়সাল গং দাবি করেছেন, তারা বৈধভাবে কাগজপত্র অনুযায়ী জমি ক্রয় করে বহু বছর ধরে ভোগদখল করছেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন,
«“এটি আদালতের বিষয়। আদালত থেকে নির্দেশনা পেলে আমরা তা বাস্তবায়ন করব।”»
স্থানীয়রা অভিযোগ করেছেন, আদালতের স্থিতি অবস্থার আদেশ অমান্য করে নির্মাণকাজ চলতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা দ্রুত প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦