নরসিংদী প্রতিনিধি:নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় “জিনের বাদশা” নামে পরিচিত কবিরাজ মান্নান দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার কাছে চিকিৎসা নিতে গেলে তিনি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভিজিট ফি আদায় করেন, অথচ এসব চিকিৎসার কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই।
স্থানীয়রা জানান, মান্নান নিজেকে “জিনের বাদশা” পরিচয়ে বিভিন্ন রোগের চিকিৎসা, ভাগ্য বদল ও পারিবারিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। কিন্তু এসবের কোনো ফল না পেয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগী ফাহিম মিয়া জানান প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে মান্নান কবিরাজ এর কাছে গেলে জিন দিয়ে বশ করে প্রেম-ভালোবাসা করে দেবে বলে আমার কাছ থেকে 5000 টাকা নিয়েছেন পরবর্তীতে কোন কাজ হয়নি আমি তার বিচার চাই
এ বিষয়ে সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে মান্নান বলেন,
“আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি আর কবিরাজি করবো না।”
এদিকে এ বিষয়ে নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম বলেন,
“কবিরাজি নামে এ ধরনের প্রতারণার কোনো বৈধতা নেই। চিকিৎসা প্রদান ও অর্থ গ্রহণ আইনগতভাবে অপরাধ। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে এ ধরনের প্রতারণা বন্ধ করা দরকার, যেন সহজ-সরল মানুষ আর প্রতারিত না হয়।
শেষ কথা:
“জিনের বাদশা” কবিরাজির নামে প্রতারণা এখন সমাজের এক নীরব বিষফোঁড়া। এ থেকে মুক্তি পেতে দরকার জনসচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦