নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে সবজির বাজারে চলছে অগ্নিমূল্য। প্রতিদিনই দাম বেড়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বাজারে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে নরসিংদী সদর ও রায়পুরা বাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা, কচি লাউ ৮০ থেকে ১২০ টাকা, উস্তা ১২০ টাকা, গাজর ১২০ টাকা, ছোট ফুলকপি ৬০ টাকা, মোলা শাক ৮০ টাকা, পুঁইশাক ৫০ টাকা, মোটা লাল শাক ৬০ টাকা, পালং শাক ৬০ টাকা, কুমড়া চিরা ৫০ টাকা, আর জালি শাক ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। পরিবহন ব্যয়, বৃষ্টিজনিত ক্ষতি এবং সরবরাহ সংকটকে তারা মূল্য বৃদ্ধির কারণ হিসেবে দেখাচ্ছেন।
অন্যদিকে, সাধারণ ক্রেতারা বলছেন, প্রতিদিনের বাজার এখন তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। “আগে ৫০০ টাকায় দুই দিনের সবজি হতো, এখন একদিনেরও হয় না,”—বললেন সদর বাজারের ক্রেতা রুবেল মিয়া। তবে অনেক খুচরা বিক্রেতারা বলছে অতিবৃষ্টিতে প্রায় সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে তাই দাম একটু বেশি শিত নামলে সবজির দাম কমে আসবে ।
বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦