মাসুদ রানা বাবুল।। নরসিংদী মাধবদীতে বন্ডের সুতা চোরাকারবারীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি মাধবদী গরুর হাট এলাকা থেকে প্রায় পঞ্চাশ হাজার কেজি বন্ডের সুতা কালোবাজারে বিক্রির সময় ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস কর্মকর্তারা আটক করেন। তবে এখন পর্যন্ত কেউ এই মালামালের মালিকানা স্বীকার করেননি। উদ্ধারকৃত সুতার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
ঘটনাটি যমুনা টিভি, নিখাদ খবর, অপরাধ কণ্ঠসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু প্রভাবশালী চক্র ও স্বার্থান্বেষী গণমাধ্যমকর্মী বিষয়টিকে “ফেসবুকের গুজব” বলে প্রচার করছে। তবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনই প্রকৃত সত্য উন্মোচন করেছে বলে দাবি করছেন সৎ ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে, আকবর স্পিনিং মিল, সালমা গ্রুপ স্পিনিং মিল, এস আলম গ্রুপের চারটি স্পিনিং মিল, মোশারফ অপোজিট স্পিনিং মিল, দাস ব্রাদার্স, হক ট্রেডার্স, এবং জয় নারায়ণগঞ্জ টানবাজারের সালাউদ্দিন ও সাইফুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় উৎপাদিত সুতা কালোবাজারে বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে।
এই বিষয়ে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা আবু সালে চৌধুরী “অপরাধ কণ্ঠ”-কে জানান,
> “আমরা বন্ডের নামে যারা কালোবাজারি করছে, তাদের সতর্ক করেছি। তারা যদি এ কার্যক্রম বন্ধ না করে, তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, যারা নিয়মিত ট্যাক্স ও ভ্যাট দিয়ে ব্যবসা চালাচ্ছেন, তারা এসব অবৈধ ব্যবসায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।
পর্ব (২) চলবে________
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦