নরসিংদী প্রতিনিধি ঃনরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগরে সশস্ত্র হামলায় বিএনপি সমর্থক ইদন মিয়া (৬০) নিহত এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাতিজা আল আমিন নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ২৫-৩০টি স্পিডবোটযোগে ২৩ জন নামীয় আসামীসহ আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মুরাদনগর বাজার ও বাখরনগর বাজার ঘাটে প্রবেশ করে। তাদের হাতে ছিল রাইফেল, শর্টগান, চাপাতি, ককটেলসহ দেশীয় অস্ত্র।
হামলাকারীদের মধ্যে এডভোকেট আসাদ উল্লাহ, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নেতৃত্ব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার এক পর্যায়ে আসাদ উল্লাহর নির্দেশে ইদন মিয়াকে রাইফেল দিয়ে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি তার বুক ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজন ও সমর্থকরা প্রতিরোধ গড়ে তুলতে গেলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে নায়েব আলী, আবুল, মোস্তাকিমসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বিএনপি অফিস, দোকানপাট ও সমর্থকদের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আসামিরা স্বর্ণালংকার ও নগদ মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মোট ২৩ জন নামীয় আসামীসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করে হত্যা, বিস্ফোরণ, অস্ত্র ব্যবহার ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦