সামিয়া সরকার ঃনরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী শিক্ষা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় বক্তব্য রাখেন এশিয়ান টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, যুগ্ম সম্পাদক ও দৈনিক নব কণ্ঠের প্রকাশক সম্পাদক কামাল হোসেন, নরসিংদী মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক, সিএনএন বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন সরকার, সাংবাদিক আক্তারুজ্জামান, তারেক, রিয়াদ সরকার, আরিফ খানসহ সদর প্রেসক্লাবের সদস্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, নরসিংদীতে ফেসিস্ট হাসিনার সরকারের আমলে একাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হলেও কোনো বিচার পাওয়া যায়নি। তাই, অতীতের সব নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
মানববন্ধনে জেলার কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়
নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦