স্টাফ রিপোর্টারঃনরসিংদী পৌর শহরের আইডিয়াল পয়েন্টে শনিবার (১৬ আগস্ট) নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবিএম আজরাফ টিপুর ঘোষণায় সভাপতি নির্বাচিত হন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও দি ফাইন্যান্সিয়াল পোস্টের সাংবাদিক মাসুদ রানা বাবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নব কণ্ঠ পত্রিকার প্রকাশক সম্পাদক কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীফ মিয়া এবং পরিচালনা করেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি ও শহর সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলাই বীর তৌহিদ ভূঁইয়া, সদস্য মনিরুল ইসলাম, উলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৌলভী, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের মাসুম ভুইয়া, নরসিংদী জেলা জামাতের নেতা কাজী আব্দুল হামিদ, রাসেল মিয়া, ছাত্র প্রতিনিধি মারিয়া ইসলাম, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান, সদর প্রেসক্লাবের সহ-সভাপতি খোকা চৌধুরী, সাংবাদিক নেতা রেজাউল করি, কামাল হোসেন, নুরুজ্জামান, রমজান আলী প্রামানিক ও লায়ন সরকার হাসান।
এছাড়া জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল, চরমোনাই ও বিভিন্ন ইসলামিক দলসহ রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। অতিথিরা নবনির্বাচিত সভাপতি বাবুল ও সম্পাদক কামালকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦