আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটিতে গ্রামীণ নারীদের কর্মজীবী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের আমতলী এলকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আয়োজনে বেসরকারি এনজিও সংস্থা মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিট্যাবল সোসাইটি অসহায়,দুস্থ নারীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- নলছিটি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু ছালেহ মোঃ ইফাদ ইশতিয়াক ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনোয়ার হোসেন।
ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন-মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আব্দুল সালাম সিকদার, উপজেলা সু সাশনের জন্য নাগরিক -সুজনে সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন,এনজিও সংস্থা মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক নুরুজ্জামান আকন প্রমুখ।
ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রদেয় ২৪টি ছাগলকে পিপি৮ ভ্যেক্সিন প্রদান করা হয। এরপর ১২জন প্রশিক্ষণার্থী অসহায় নারীর মাঝে জনপ্রতি ২টি করে মোট ২৪টি ছাগল বিতরণ করা হয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦