আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে আবাসিক এলাকার উপর দিয়ে উচ্চ ভোল্টেজ (৩৩ হাজার) বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের প্রতিবাদে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
রবিবার সকালে ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেড় শতাধিক মানুষ অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, অপসোনিন ফার্মা লিমিটেডের সুবিধার্থে বিদ্যুৎ বিভাগ সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাবে ব্যক্তিস্বার্থে এই লাইন দপদপিয়া আবাসিক এলাকার মধ্য দিয়ে স্থানান্তর করছে।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও স্থানীয় বাসিন্দা মোঃ রিমন খান জানান, “আদালতে মামলা ও সেনা ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরও কাজ বন্ধ হচ্ছে না। লাইনটি হাজারো মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের এই আর্তনাদ সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছাতে একাদিকবার মানববন্ধন, বিভিন্ন দফতরে অভিযোগ দাখিল করলেও কোনো সুফল পায়নি এখনো কাজ চলমান রয়েছে। এই লাইন এখান থেকে চালু করলে আমাদদের গ্রাম শ্মশানে পরিনত হবে। দ্রুত কার্যক্রম বন্ধ করে আগের জায়গায় ফিরিয়ে নেয়ার দাবী জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রান্ত খান বলেন, “অপসোনিনের স্বার্থে কিছু মহল পুরো গ্রামকে ঝুঁকিতে ফেলেছে। আমরা অসহায় গ্রামবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিদ্যু ও জালানি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি তারা যেনো দ্রুত ব্যবস্থা নিয়ে একটি গ্রাম কে বাঁচায়। ওজোপাডিকোর প্রকৌশলী সোহেল রানা বলেন, “অভিযোগ পেয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এলাকাবাসী বলেন, আমরা বাঁচতে চাই—একটি গ্রামে ১৭ হাজার ভোল্টের লাইন থাকা সত্ত্বেও আবার ৩৩ হাজার ভোল্টের লাইন স্থাপন অমানবিক ও বিপজ্জনক। আমরা দ্রুত এর কার্যক্রম বন্ধের জোড় দাবি জানাই।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦