আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে নলছিটি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার এ কর্মসূচি চলাকালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, সিন্ডিকেট বন্ধ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানিয়ে নানা ¯েøাগান দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলছিটি উপজেলার দুই লাখ মানুষের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ভরসা। এখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুইজন। অত্যাধুনিক একটি আল্টসনোগ্রাম মেশিন আনার এক বছরের মাথায় বিকল হয়ে যায়। এখন পর্যন্ত মেশিনটি আর চালু করা হয়নি। এক্স-রে মেশিনটিও ফিল্মের অভাবে মাঝে মাঝে বিকল থাকে। দেড় যুগ ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এছাড়াও অ্যাম্বুলেন্স থাকলেও তেলের অভাবে তা চলছে না। রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প যানবাহনে। এসব কারণে অতিষ্ট হয়ে উঠেছে রোগী ও তাদের স্বজনরা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারশেন ও আল্টসনোগ্রাম মেশিন চালুসহ ১০ দফা দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্য, ভলান্টিয়ার্স অব নলছিটির আহŸায়ক শাহাদাত আলম ও স্বেচ্ছাসেবী সাথি আক্তার।
এ ব্যাপারে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসক সংকট। মাত্র দুই জন চিকিৎসক দিয়ে চলছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স। স্যাকমো ও চিকিৎসা সহকারীরাই বেশি রোগী দেখেন। আল্টাসনোগ্রাম মেশিনটি বিকল হওয়ার পরে মেরামত করতে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ এখনো তা দেয়নি। এছাড়া সকল সেবার মান ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦