।।শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সদরে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে লিখিতভাবে আবেদন জানিয়েছেন সাবেক স্পিকার ও রাষ্ট্র্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে আবেদনটি গ্রহণ করেছেন।
লিখিত আবেদনে তিনি বলেন, দেশের ক্রান্তিকালে আপনারা জনগণের প্রত্যাশা পূরণে যে গুরুদায়িত্ব গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। প্রায় দেড় যুগ ধরে রাষ্ট্রের উপরে চেপে থাকা স্বৈরশাসনের অবসান ঘটলেও জনগণ এখনও পূর্ণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি। এ পরিস্থিতিতে উত্তর জনপদে হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। সর্ব উত্তরের জেলার তেঁতুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সেখানে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। কিন্তু পৌরসভা না থাকার কারণে আবাসন, স্যানিটেশন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে আটোয়ারী উপজেলা দেশের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে। এখান থেকেই ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল। এ আন্দোলন কৃষক সমাজের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের পথ প্রদর্শক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে অথচ এই ঐতিহাসিক উপজেলা আজও পৌরসভায় উন্নীত হয়নি। যার ফলে এলাকার জনগণ প্রাপ্য সেবা ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। সুতরাং এ দুটি উপজেলার আর্থ-সামাজিক উন্নয়ন, স্থানীয় জনগণের কল্যাণ, পর্যটন শিল্পের বিকাশ এবং ইতিহাস ঐতিহ্যের মর্যাদা রক্ষার্থে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলাকে পৌরসভায় উন্নীত করার অনুরোধ করছি।
এদিকে, সাবেক স্পিকার ও রাষ্ট্রপতির এমন আবদনকে ইতিবাচক হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦