মো: বাবুল হোসেন পঞ্চগড়. পঞ্চগড় সদরের ধাক্কামাড়া ইউনিয়নের বকুলতলা প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক মধ্য বয়সী নারী এনজিও কর্মি গ*ণ*ধ*র্ষ*ণে*র শিকার। বাংলাদেশ সংবাদ অনুসন্ধানে জানাযায়, রবিবার ১৪ সেপ্টম্বর রাতে আলমগীর নামে এক ব্যাক্তি সহ তিন ব্যাক্তি এই ধ*র্ষ*নে*র সাথে জরিতর থাকার অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই নারীকে হ*ত্যা*র চেষ্টা করা হলে তার চি*ৎ*কা*রে স্থানিয়রা এগিয়ে আসলে ধ*র্ষ*ক*রা পালিয়ে যায়। বাংলাদেশ সংবাদ সোর্স সুত্রে জানাগেছে এর আগে রাত ৮ টার সময় পঞ্চগড় রেল স্টেশন এলাকা হতে কৌশলে ওই নারীকে কমলাপুর নিয়ে যাওয়ার কথা বলে বকুলতলা এলাকায় নিয়ে গ*ণ*ধ*র্ষ*ন করে। বর্তমান ওই নারী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦