।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উদ্যোগে পঞ্চগড় জেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন। এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিভূতি ভূষণ প্রামানিক, দেবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শিরিন আক্তারসহ উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন সদস্য, মনিটরিং মাঠকর্মী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা, ইউনয়িন, আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের নানা সামাজিক ও মানবিক কার্যক্রমে বেগবান ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে ৩৫ জন সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, দেশ জাতি ও সমাজের সামগ্রিক উন্নয়নে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের মানবসেবা ও জনকল্যাণে নিজেদের এগিয়ে আসতে হবে। এ ছাড়া সমাজের সকল সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, আনসার-ভিডিপি দলপতিদের সরকারি কাজে গতিশীল আনয়নে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। #
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦