পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জোরপুর্বক জমি দখলকারী ও দাঙ্গাবাজ মোস্তফার গং এর হামলা ও হত্যার হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে প্রকৃত জমির মালিকরা।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে,পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল মার্কেটের নিউজ পয়েন্টে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এসময় পেত্রিক জমির মালিক সুরুজ মিয়া, মকবুল হোসেন, আনোযারা বেগম, মনোয়ারা বেগম,হবিবুর রহমান, সহরাব হোসেন, নজরুল ইসলাম লিখিত
অভিযোগে জানান, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামে ৩ একর ৩৩ শত জমি ক্রয়কৃত রেকডীয় সম্পত্তি।
দীর্ঘ ৫৪ বছর যাবত উল্লেখিত জমি ভোগ -দখলসহ চাষাবাদ করে আসছে। বর্তমানে জমির চার পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে।
পাশ্ববর্তী ধনদেক পাড়া গ্রামের দাঙ্গাবাজ মোস্তফা গংরা দীর্ঘদিন অন্যায় লোভ ও লাভের আশায় একজোট হয়ে পুর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমুলকভাবে আমাদের উল্লেখিত ক্রয়কৃত ও ভোগ -দখলীয় জমি জবর দখল করার জন্য জমি গুলো তাদের দাবী করে আমাদের পরিবারের সবাই হত্যার হুমকি দিতে থাকে। তাদের কর্মকান্ড - মারপিটের হুমকিতে আমরা নিরুপায় হয়ে পঞ্চগড় জেলা জজ আদালতে মোস্তফা গংদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলায় আমরা একতরফা রায় ও খরচাসহ ডিগ্রি পাই।
আদালতের রায়ের পরেও জমি দখলকারী মোস্তফা গংরা ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিতে থাকে।
তাদের ভয়ে আমরা জেলা জজ আদালতে চিরস্থায়ী জবর-দখলের মামলা দায়ের করি। যাহা চলমান রয়েছে।
এদিকে সম্প্রতি মোস্তফা গংরা পুর্ব পরিকল্পিত ভাবে একজোট মাথায় হেলমেট, হাতে লাঠি-সোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ক্রয়কতৃ জমিতে অনাধিকার প্রবেশ করে জমি জবর দখলের জন্য হালচাষ করে। তাৎক্ষনিক ৯৯৯ লাইনে ফোন করলে। পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মোস্তফা গংরা জমি থেকে চলে যায়।
আমরা জমিতে আবাদ করতে গেলে মোস্তফা গংরা আমাদের মেরে মাটিতে পুতে রাখবে। আমরা তাদের ভয়ে রাস্তায় চলা ফেরা করতে পারছিনা।
প্রশাসনের কাছে আকুল আবেদন দাঙ্গাবাজ মোস্তফা গংদের হাত থেকে আমাদের পরিবারের সদস্য রক্ষা করুন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦