।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড়ে পৌর এলাকায় ০৬ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পৌর এলাকার মন্দির গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে পাহারায় কাজ করছেন পৌর বিএনপি'র উদ্যোগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক টিম।
মন্দির গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপস্থিত হিন্দু ভক্তবৃন্দ সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম।
এ সময় তিনি মন্দিরে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে বলেন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হলে সকল ধর্মের মানুষের বৈষম্য দূর হবে।
এই দেশ ধর্ম নিরপেক্ষ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলের দেশে আমরা বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে উঠবে। ধর্ম নিয়ে কোন ভেদাভেদ থাকবে না। শারদীয় দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে নিরাপত্তা দিচ্ছে স্থানীয় বিএনপিসহ পৌর বিএনপি'র স্বেচ্ছাসেবকটিম।
সোমবার দুপুরে মন্দিরে গিয়ে পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক টিমকে দিকনির্দেশনা দিয়ে সর্বক্ষণিক খোঁজ খবর রাখছেন সাবেক ছাত্রনেতা, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।
তিনি সংবাদমাধ্যম কে বলেন, আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা ফরহাদ হোসেন আজাদ এর নির্দেশে মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পূজা-অর্চনা করতে পারেন সেজন্য পৌর বিএনপি'র নেতাকর্মীরা মন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦