স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ।। "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসন, বিআরটিএ পঞ্চগড় সার্কেলের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির সুচনা করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যারি বের করে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের হলরুমের আলোচনা সভায় এসে মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এডিএম এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল এর মটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন, ট্রাক ট্যাংলরী সমিতি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বৈধ মালিকানা ও ড্রাইভিং লাইসেন্স আছে এমন ১০ জনকে হেলমেট উপহার দেন বিআরটিএ কর্তৃপক্ষ।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦