|| শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ||
পঞ্চগড় পৌর এলাকার ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল ও কলেজ মাঠে শনিবার (১০ জানুয়ারি) নূর অ্যান্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিভিন্ন বয়স ও পেশার সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেন এবং বিনামূল্যে ওষুধ পান।
সকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে চিকিৎসা দেন পঞ্চগড় সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মনোয়ার হোসেন, কনসালট্যান্ট (হৃদরোগ) ডা. এস এম মাহবুব উল আলম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তারিফুন্নবী প্রধান মুন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. কাজিরুল ইসলাম ফাইহান, গাইনিকোলজিস্ট ডা. মাহফুজা আক্তারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসাসেবার পাশাপাশি রোগীরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পান। সারাদিনে ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা নেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মো.আব্দুল লতিফ জানান, শ্বাসকষ্টে অনেকদিন ধরে ভুগছি। শীতের কারণে সমস্যা বাড়ায় চিকিৎসা দরকার ছিল। বাইরে বিশেষজ্ঞ দেখাতে গেলে কয়েক হাজার টাকা লাগে। এখানে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলাম।
আরেক রোগী হালিমা বেগম বলেন, চর্মরোগ নিয়ে দীর্ঘদিন অসুবিধা হচ্ছিল। এখানে বিশেষজ্ঞের কাছে দ্রুত পরামর্শ পেয়েছি।
রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া এবং ওষুধ হাতে পাওয়া তাদের জন্য বড় সুবিধা। তারা মনে করেন, এমন ক্যাম্প নিয়মিত হলে নিম্ন ও মধ্যআয়ের মানুষ উপকৃত হবে।হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুব উল আলম জানান, এ পর্যন্ত পঞ্চগড়ের তিন উপজেলায় চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি। গ্রামের অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে পেরে আমরা খুশি। এখন পর্যন্ত প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছি। ভবিষ্যতে এই উদ্যোগের পরিসর আরও বিস্তৃত করতে চাই।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রবণতা বাড়ছে। স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় অনীহা ও অক্ষমতা—এসব কারণে এসব উদ্যোগ জনগণের কাছে তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।পঞ্চগড়ে নূর অ্যান্ড নাজাত ফাউন্ডেশনের এই আয়োজন স্থানীয় পর্যায়ে সেই ধারারই একটি উদাহরণ।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦