।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
পঞ্চগড়ের বোদা উপজেলায় পানি উন্নয়ন বোর্ড পরিচালিত পামনদী সেচ প্রকল্পের সেচ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনের কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুক্রবার বিকেলে শেষ হয়েছে। বাপাউবো ঠাকুরগাঁওয়ের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় ওই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণে প্রকল্পের পানি ব্যবস্থাপনা দলের ৩০ জন সদস্য অংশগ্রহণ করে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বেংহারী বনগ্রাম ইউনিয়নের ব্রহ্মতর বেংহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়ের অর্থ পরিদপ্তরের পরিচালক বি. এম. মোশাররফ হোসেন। বাপাউবো রংপুরের মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা (কমিউনিটি ডেভেলপমেন্ট) অমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো ঠাকুরগাঁওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, বাপাউবো পঞ্চগড় এর নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন ও পঞ্চগড় কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ পরিচালক বাসুদেব রায়। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন বাপাউবো ঠাকুরগাঁয়ের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা (কমিউনিটি ডেভেলপমেন্ট) রফিউল বারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেচ প্রকল্পের টেকসই রক্ষণাবেক্ষণ ও কার্যকর পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে পানি ব্যবস্থাপনা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক সেচ ব্যবস্থাপনা, পানি ব্যবহার দক্ষতা ও প্রকল্পভিত্তিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদ বিতরণ করেন এবং সেচ প্রকল্পের কার্যকর ও টেকসই ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦