।।শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
❝মনোবল সাহস আর হাতে রেখে হাত নতুন স্বদেশে আনি আলোর প্রভাত❞ এ শ্লোগান এ রবিবার পঞ্চগড়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের পঞ্চগড় জেলা শাখার পরিচালক রাদিয়াত ইসলামের ব্যবস্থাপনায় ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবেত আলী শুরুতেই ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে বলেন, ফুলকুঁড়ি আসর সারাদেশে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে এবং ফুলকুঁড়ি আসরের আদর্শ ও উদ্দেশ্য যেন সফল হয় ও সুন্দর হয় এ প্রত্যাশা কামনা করেন। পরে তিনি রঙিন বেলুন উড়িয়ে ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য যে, পৃথিবীতে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো এ অনন্য স্লোগানকে ধারণ করে ১৯৭৪ সালে ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে ৫১তম বছরে পদার্পণ করেছে শিশু-কিশোরদের প্রিয় সংগঠন ফুলকুঁড়ি আসর। একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে ধারণ করে ৫টি বিভাগীয় কর্মসূচির মাধ্যমে সারাদেশে কোমলমতি শিশুদের একতাবদ্ধ ও সংগঠিত করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে দেশ ও দশের সেবা করার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে ফুলকুঁড়ি আসর। অনুষ্ঠানে শাখার প্রাক্তন পরিচালকবৃন্দ এবং শাখার সংগঠক ও ফুলকুঁড়িরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦